হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় দেড় লাখ কিশোরীকে এইচপিভি টিকাদানের লক্ষ্যমাত্রা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলায় ১ লাখ ৬৩ হাজার কিশোরীকে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার শহরের এলজিইডি ভবনের মিলনায়তনে ‘জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪-এর অবহিতকরণ’ শীর্ষক এক সভায় এ তথ্য জানানো হয়। ইউনিসেফের সহযোগিতায় এ অবহিতকরণ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। 

সভায় জানানো হয়, আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত জেলার ১০-১৪ বছর বয়সী কিশোরীদের বিনা মূল্যে এ টিকা দেওয়া হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও নির্দিষ্ট কিছু পয়েন্টে এ টিকা দেওয়া হবে। 

সভায় আরও জানানো হয়, এইচপিভি টিকাদান কার্যক্রমের প্রচারাভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে ইউনিসেফের সহযোগিতায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী ও মাইকিং কর্মসূচি বাস্তবায়ন করছে জেলা তথ্য অফিস। এ সময় গাইবান্ধা জেলায় বিভিন্ন স্কুলে ও বিভিন্ন জনবসতি এলাকায় এইচপিভি টিকাদান কার্যক্রম সম্পর্কে প্রচারাভিযান এবং টিকা রেজিস্ট্রেশন জোরদার করার জন্য জেলার স্কাউট ও গার্লস গাইড সদস্যদের অরিয়েন্টেশন দেওয়া হয়। 

এ সময় বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক শরিফুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান তৌফিক আহমেদ, ইউনিসেফ বাংলাদেশের হেলথ অফিসার ডা. বিকাশ সাহা, জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর। এ ছাড়াও জেলা সিভিল সার্জন অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা স্কাউটস ও উপজেলা স্কাউটসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু