হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় দেড় লাখ কিশোরীকে এইচপিভি টিকাদানের লক্ষ্যমাত্রা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলায় ১ লাখ ৬৩ হাজার কিশোরীকে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার শহরের এলজিইডি ভবনের মিলনায়তনে ‘জেলা পর্যায়ে এইচপিভি টিকাদান কার্যক্রম ২০২৪-এর অবহিতকরণ’ শীর্ষক এক সভায় এ তথ্য জানানো হয়। ইউনিসেফের সহযোগিতায় এ অবহিতকরণ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস। 

সভায় জানানো হয়, আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত জেলার ১০-১৪ বছর বয়সী কিশোরীদের বিনা মূল্যে এ টিকা দেওয়া হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও নির্দিষ্ট কিছু পয়েন্টে এ টিকা দেওয়া হবে। 

সভায় আরও জানানো হয়, এইচপিভি টিকাদান কার্যক্রমের প্রচারাভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে ইউনিসেফের সহযোগিতায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী ও মাইকিং কর্মসূচি বাস্তবায়ন করছে জেলা তথ্য অফিস। এ সময় গাইবান্ধা জেলায় বিভিন্ন স্কুলে ও বিভিন্ন জনবসতি এলাকায় এইচপিভি টিকাদান কার্যক্রম সম্পর্কে প্রচারাভিযান এবং টিকা রেজিস্ট্রেশন জোরদার করার জন্য জেলার স্কাউট ও গার্লস গাইড সদস্যদের অরিয়েন্টেশন দেওয়া হয়। 

এ সময় বক্তব্য দেন স্থানীয় সরকারের উপপরিচালক শরিফুল ইসলাম, ইউনিসেফ বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান তৌফিক আহমেদ, ইউনিসেফ বাংলাদেশের হেলথ অফিসার ডা. বিকাশ সাহা, জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর। এ ছাড়াও জেলা সিভিল সার্জন অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা স্কাউটস ও উপজেলা স্কাউটসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু