হোম > সারা দেশ > নীলফামারী

ডিমলায় গণপিটুনিতে গরু চোর নিহত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় গণপিটুনিতে মোহাম্মদ আলী (৫৯) নামের এক গরু চোর নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের কাস্টমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত মোহাম্মদ আলী বালাপাড়া ইউনিয়নের কাস্টমপাড়া গ্রামের মৃত জিয়ার আলীর পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে একই গ্রামের জিয়ারুলের বাড়ি থেকে একটি গরু চুরি করার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে গরু চোরের দলের কয়েকজন সদস্য পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদ আলী জনতার হাতে আটক হয়। গণপিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে রাতেই ডিমলা থানা-পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রমেক হাসপাতালে নেওয়ার পথে পাগলাপীর নামক স্থানে তাঁর মৃত্যু হয়। 

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিকেল পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে সকল আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার