হোম > সারা দেশ > রংপুর

নিখোঁজের ৭ দিন পর পুকুরে মিলল যুবকের লাশ, নজরদারিতে পুলিশ সদস্য 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নিখোঁজের সাত দিন পর পুকুর থেকে মাহমুদ উল ফেরদৌস মামুন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার শহরের একটি এনজিও অফিসের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর আগে গত সোমবার (৯ অক্টোবর) ওই যুবক নিজের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। 

এ ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এ ছাড়া সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যে পুলিশের এক সদস্যকে ‘আটক’ করা হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন পৌর এলাকার তালতলা গ্রামের সোহেল রানা (২২), হাসপাতালপাড়ার মমিনুল ইসলাম (১৯) ও রংপুর পার্কের মোড় সরদারপাড়ার বাসিন্দা ফেরদৌস প্রান্ত (১৯)।

নিহত যুবক রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া গ্রামের ছবরুল হকের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। 

এ বিষয়ে জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন বলেন, ‘তাৎপর্যপূর্ণ প্রমাণের ভিত্তিতে তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে মামলা তদন্ত করছি।’ 

পুলিশ সদস্যের জড়িত প্রসঙ্গে এসপি বলেন, ‘বিষয়টি এখনো তদন্তাধীন। এ ঘটনায় যারই জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাকেই আইনের আওতায় আনা হবে।’

জানা গেছে, গত সোমবার (৯ অক্টোবর) বাসা থেকে বের হয় নিখোঁজ হন মাহমুদ উল ফেরদৌস মামুন। পরে সন্ধ্যার দিকে তাঁর বড় ভাই রতনকে মোবাইল ফোনে জানান, কয়েকজন তাঁকে আটকিয়ে রেখে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করছে। কিন্তু বড় ভাই ব্যস্ত থাকায় সময় মতো যোগাযোগ করতে না করায় পরে মোবাইল ফোন বন্ধ পান। পরে রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।   

ওই (জিডি) সূত্র ধরে গতকাল রোববার রাতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পরে মামলার ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাঁদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর মধ্যে বিকেলের দিকে নিখোঁজ মামুনের লাশ উদ্ধার করা হয়। এর পরপরই পুলিশ লাইনসের এক কনস্টেবলকে ‘আটকে’র খবর জানা যায়। 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। ঘটনা তদন্ত করা হচ্ছে। এই মুহূর্তে আর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।’

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা