হোম > সারা দেশ > রংপুর

নিখোঁজের ৭ দিন পর পুকুরে মিলল যুবকের লাশ, নজরদারিতে পুলিশ সদস্য 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নিখোঁজের সাত দিন পর পুকুর থেকে মাহমুদ উল ফেরদৌস মামুন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার শহরের একটি এনজিও অফিসের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর আগে গত সোমবার (৯ অক্টোবর) ওই যুবক নিজের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। 

এ ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এ ছাড়া সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যে পুলিশের এক সদস্যকে ‘আটক’ করা হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন পৌর এলাকার তালতলা গ্রামের সোহেল রানা (২২), হাসপাতালপাড়ার মমিনুল ইসলাম (১৯) ও রংপুর পার্কের মোড় সরদারপাড়ার বাসিন্দা ফেরদৌস প্রান্ত (১৯)।

নিহত যুবক রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়া গ্রামের ছবরুল হকের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করেছেন। 

এ বিষয়ে জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন বলেন, ‘তাৎপর্যপূর্ণ প্রমাণের ভিত্তিতে তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে মামলা তদন্ত করছি।’ 

পুলিশ সদস্যের জড়িত প্রসঙ্গে এসপি বলেন, ‘বিষয়টি এখনো তদন্তাধীন। এ ঘটনায় যারই জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে, তাকেই আইনের আওতায় আনা হবে।’

জানা গেছে, গত সোমবার (৯ অক্টোবর) বাসা থেকে বের হয় নিখোঁজ হন মাহমুদ উল ফেরদৌস মামুন। পরে সন্ধ্যার দিকে তাঁর বড় ভাই রতনকে মোবাইল ফোনে জানান, কয়েকজন তাঁকে আটকিয়ে রেখে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করছে। কিন্তু বড় ভাই ব্যস্ত থাকায় সময় মতো যোগাযোগ করতে না করায় পরে মোবাইল ফোন বন্ধ পান। পরে রাজারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।   

ওই (জিডি) সূত্র ধরে গতকাল রোববার রাতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পরে মামলার ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাঁদের আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর মধ্যে বিকেলের দিকে নিখোঁজ মামুনের লাশ উদ্ধার করা হয়। এর পরপরই পুলিশ লাইনসের এক কনস্টেবলকে ‘আটকে’র খবর জানা যায়। 

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। ঘটনা তদন্ত করা হচ্ছে। এই মুহূর্তে আর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ