হোম > সারা দেশ > রংপুর

আ.লীগ স্বতন্ত্রে ধরাশায়ী রাঙ্গাঁ, জামানত হারাল লাঙ্গল

রংপুর প্রতিনিধি

আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনে চাচা জি এম কাদের বিপুল ভোটে জয়ী হলেও রংপুর-১ আসনে পরাজিত হয়েছেন ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার। ওই আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গাঁ। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ১২৩টি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু কেটলি প্রতীকে সর্বোচ্চ ৭৩ হাজার ৯২৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁ ট্রাক প্রতীকে ২৪ হাজার ৩৩২ ভোট পান। 

জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার লাঙ্গল প্রতীকে ১০ হাজার ৮৯২ ভোট পান। এ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৯৩২টি। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২০২টি। বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৭৩০টি। এই আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ রংপুরের ছয়টি আসনের মধ্যে দুটিতে জাতীয় পার্টিকে ছেড়ে দেয়। পরে ওই (রংপুর-১) আসনে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী রেজাউল করিম রাজুকে প্রত্যাহার করে নেয়। 

আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ২১৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৫ জন; পুরুষ ১ লাখ ৬৭ হাজার ১৮২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন রয়েছেন। এখানকার ১২৩টি ভোটকেন্দ্রের ৬৬৬টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ