হোম > সারা দেশ > লালমনিরহাট

লালমনিরহাটে ফিলিং স্টেশন থেকে বাস গায়েব

লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে চুরি হয়েছে বাস। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি ফিলিং স্টেশন থেকে হাবিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুরি হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার সদরের তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন থেকে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, প্রতিদিনই বুড়িমারী থেকে ঢাকায় চলাচল করে হাবিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস। কয়েক দিন গাড়ির সমস্যা থাকার কারণে তুষভান্ডার রওশন ফিলিং স্টেশন (তেলের পাম) রেখে দেন। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে কয়েকজন বাসটিকে ধাক্কা দিয়ে চালু করে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

হাবিব পরিবহনের মালিক রায়হান বলেন, ‘কিছুদিন আগেই কুড়িগ্রামের ফজলু মিয়ার কাছ থেকে ঢাকা মেট্রো ব-১৪-২৮১৮ এই বাসটি ক্রয় করেছি। এখন চালু পেট্রল পাম্প থেকে কারা এই বাসটি নিয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কয়েকজন বন্ধুরা মিলে এই বাসের ব্যবসা চালু করেছিলাম। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। শনাক্তের চেষ্টা চলছে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, ‘সম্ভবত পাওনা টাকা কেন্দ্র করেই কুড়িগ্রামের মালিক বাসটি নিয়ে গেছেন। স্থানীয়দের কাছে এমনই তথ্য পাওয়া গেছে। তবে কাউকে না বলে এভাবে বাস নিয়ে যাওয়া কখনোই ঠিক হয়নি। অভিযোগ দিলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু