হোম > সারা দেশ > গাইবান্ধা

বিলে কিশোরের লাশ, অটোরিকশার ব্যাটারি চুরি করতে হত্যা সন্দেহ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

সুন্দরগঞ্জে চাকোলিয়ার বিলে কিশোর অটোচালকের লাশ পাওয়ার খবরে সেখানে পুলিশ যায়। এ সময় ঘটনাস্থলে লোকজনের ভিড় জমে। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিল থেকে মো. আরিফুল ইসলাম মণ্ডল (১৬) নামে এক কিশোর অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের চাকোলিয়ার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা এই খবর নিশ্চিত করেছেন।

আরিফুল উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম শিবরাম (বাবুর দীঘিরপাড়) গ্রামের মো. শহিদুল ইসলাম মণ্ডলের ছেলে।

ওসি সেলিম রেজা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশ তৎপর আছে বলেও জানান তিনি। তিনি জানান, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কাশিমবাজার এলাকায় আরিফুলের ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে অটোটিতে ব্যাটারি ছিল না। অটোরিকশার ব্যাটারি চুরি করতেই আরিফুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরিফুলের পরিবার জানায়, গতকাল শনিবার বিকেলে আরিফুল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। সারা রাত সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ রোববার সকালে বিলের মধ্যে লাশ পড়ে থাকার খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে সেটি আরিফুলের লাশ বলে শনাক্ত করেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ