হোম > সারা দেশ > রংপুর

চাকরির পরীক্ষায় মায়ের প্রক্সি দিতে এসে শ্রীঘরে মা-মেয়ে

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় নানা অনিয়মের দায়ে পাঁচ পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি কেন্দ্রে মায়ের পরিবর্তে মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে সাক্ষরে মিল না পাওয়ায় মা-মেয়ের তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে ৩ জন এবং রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে দুজনকে এ সাজা দেন করেন কেন্দ্রের দায়িত্বরত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কেন্দ্র সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানো ও স্বাক্ষর মিল না হওয়ার অপরাধ রয়েছে সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে। পরে দণ্ডিতদের জেলা কারাগারে পাঠিয়েছে নীলফামারী সদর থানা-পুলিশ।

সাজাপ্রাপ্তরা হলেন—জেলার জলঢাকা উপজেলার শৌলমারী এলাকার রবিন মোস্তাফিজের মেয়ে আফিফা আফরোজ, একই ইউনিয়নের ওসমান গনির মেয়ে রনজিনা আকতার ও উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের আজিজুল খানের মেয়ে আদুরী খানম। এ ছাড়া নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের যাদুরহাট এলাকার হাবিবুর রহমানের স্ত্রী রাশেদা বেগম ও তাঁর মেয়ে সিমলা আক্তার।  রাশেদা ও সিমলা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে। 

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নীলফামারী সরকারি কলেজ কেন্দ্রে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ও রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন দায়িত্ব পালন করেন।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার বলেন, ‘সরকারি কলেজ কেন্দ্রে জলঢাকার তিন পরীক্ষার্থী মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আফিফা আফরোজের ২ দিন এবং বাকি দুজনের ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  দন্ডিতদের দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ 
 
অন্যদিকে, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন বলেন, ‘রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে রাশেদা বেগম নামের এক পরীক্ষার্থীর জায়গায় পরীক্ষায় বসেছিলেন তাঁর মেয়ে সিমলা আক্তার। পরীক্ষার্থী রাশেদার স্বাক্ষর মিল না হওয়ায় মেয়ে সিমলা ও মা রাশেদাকে ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘নীলফামারীতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৭৬টি পদের বিপরীতে দরখাস্ত আহ্বান করা হয়। ৫ হাজার ৩৮১ জন আবেদন করলেও শুক্রবার অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ২ হাজার ১০১ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে ১১টা ১০ মিনিটে শেষ হয়।’ 

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ আজকের পত্রিকাকে জানান, পরীক্ষা কেন্দ্র থেকে ভ্রাম্যমান আদালতের রায়ে দন্ডপ্রাপ্ত ৫ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু