হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে ইউপি নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দ্বিতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করতে প্রশাসন ও নির্বাচনে অংশগ্রহণকারীদের নিয়ে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, নির্বাচনের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এ সময় কঠোরভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর এবং এলাকায় টহল দিতে হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব। 

এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল এএসপি সুমন রেজা, ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন, কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানসহ উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন। 

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা