হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাট-২: সমাজকল্যাণমন্ত্রীর ভাবি প্রিসাইডিং কর্মকর্তা, অবশেষে প্রত্যাহার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তাঁর ভাইয়ের স্ত্রী লিপিকা চৌধুরী একই এলাকার প্রিসাইডিং কর্মকর্তা হওয়ায় তাঁকে প্রত্যাহার করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহির ইমাম। 

এর আগে গতকাল শুক্রবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবরে মন্ত্রীর আত্মীয় ১৮ জন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার চেয়ে লিখিত অভিযোগ করেন ঈগল প্রতীকের প্রার্থী সিরাজুল হক। 

প্রত্যাহার হওয়া লিপিকা চৌধুরী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাইয়ের স্ত্রী। তিনি কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক কলেজের শিক্ষক এবং কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের গাগলারপাড় উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। প্রত্যাহারের পর তাঁর স্থলে একই কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। 
 
জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট (আদিতমারী কালীগঞ্জ) আসনে নৌকা প্রতীকে ভোট করছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক। 

নির্বাচনে ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ করেন রিটার্নিং কর্মকর্তা। সেই তালিকায় নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রীর ছোট ভাইয়ের স্ত্রী লিপিকা চৌধুরী ও মন্ত্রীর শ্যালকসহ ১৮ জন প্রিসাইডিং কর্মকর্তা মন্ত্রীর আত্মীয়স্বজন ও আপনজন দাবি করে তাঁদের প্রত্যাহার চেয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবরে গতকাল রাতে লিখিত আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক। 

অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে মন্ত্রীর ছোট ভাইয়ের স্ত্রী লিপিকা চৌধুরীকে গাগলারপাড় উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়। তাঁর স্থলে নতুন করে নিয়োগ দেওয়া হয় কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেনকে। 

লালমনিরহাট-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, ‘অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়ায় লিপিকা চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। একই কলেজের মোয়াজ্জেম হোসেন নামে একজন প্রভাষককে ওই কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।’ 

লালমনিরহাট-২ আসনে ভোটকেন্দ্রের সংখ্যা ১৪৪। এ আসনে ভোটার সংখ্যা রয়েছে ৪ লাখ ২ হাজার ২৯ জন। এ আসনে মোট ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ