হোম > সারা দেশ > রংপুর

বিরামপুরে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা, প্রাণ গেল কলেজছাত্রের

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে পঞ্চগড় এক্সপ্রেস (আপ ৭৯৩) চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার সময় গোলাম রব্বানী (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেন থেকে নামতে গেলে বিরামপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ দিকে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। নিহতের ফুপাতো ভাই রাকিবুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকিবুল ইসলাম রনি বলেন, গোলাম রব্বানী জয়পুরহাট কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। আজ সকাল ৭টার দিকে বাড়ি আসার সময় জয়পুরহাট স্টেশন থেকে ভুলে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন তিনি। বিরামপুর স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন না দাঁড়ানোয় গোলাম রব্বানী চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গেলে প্ল্যাটফর্মের নিচে পড়ে দেহ থেঁতলে যায়। বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে আসার আগেই ট্রেন দুর্ঘটনায় আহত যুবক রব্বানীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর স্টেশনের সহকারী মাস্টার বিশ্বনাথ কয়াল আজকের পত্রিকাকে বলেন, ২ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ দিকে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামতে গেলে গোলাম রব্বানী নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ