হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ব্যাংক থেকে ১৪ লাখ টাকা লুট

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশপ্রহরীর হাত-পা বেঁধে ব্যাংক থেকে প্রায় ১৪ টাকা লুট হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার কোচাশহর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। 

ব্যাংক থেকে টাকা লুট হওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন। তিনি বলেন, ‘ব্যাংকের সব তালা স্বাভাবিকভাবেই খুলে ব্যাংকে প্রবেশ এবং ভোল্ট থেকে টাকা নেওয়া হয়েছে। কোথাও তালা ভাঙার আলামত পাওয়া যায়নি। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে।’ 

নৈশপ্রহরী জুয়েল মিয়াকে হত্যার হুমকি দিয়ে গেটের চাবি নিয়ে তালা খুলে ব্যাংকের ভেতরে দুর্বৃত্তরা প্রবেশ করে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপক জেসমিন আকতার। তিনি বলেন, ‘ডাকাতেরা ব্যাংকের গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের ভোল্টের তালা ভেঙে প্রায় ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায় তাঁরা। আজ সকালে ব্যাংকে এসে নৈশ প্রহরীর কাছ থেকে ঘটনা শুনে থানা-পুলিশকে খবর দিই।’ 

আজ সকালে নৈশ প্রহরীকে হাত-পা বাঁধা অবস্থায় না স্বাভাবিক অবস্থায় দেখেছেন? এমন প্রশ্ন করলে ব্যবস্থাপক জেসমিনকে বিষয়টি এড়িয়ে যান। 

ব্যাংকের নৈশ প্রহরী জুয়েল মিয়া বলেন, ‘অপরিচিত কয়েকজন আমার মুখ চেপে ধরে ও গেটের চাবি চায়। চাবি দিতে না চাইলে তাঁরা আমাকে হত্যা করে বস্তাবন্দী করতে চায়। আমি ভয়ে তাঁদেরকে চাবি দিই। পরে দুজন গেট খুলে ব্যাংকের ভেতরে যায়। আর আমার কাছে চারজন থাকে। পরে তাঁরা টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় আমার চোখসহ হাত-পা বেঁধে রেখে যায়। এরপর আমি আর কিছুই বলতে পারি না।’ 

এদিকে ব্যাংকের আশপাশের বাসিন্দারা বলেন, ‘রাতে এত বড় একটা ঘটনা ঘটল আমরা কিছুই জানতে পারলাম না। আজ সকালে ব্যাংকে এসে ম্যানেজার জানতে পারে। বিষয়টি রহস্যজনক হতে পারে।’ 

ইতিমধ্যে গাইবান্ধার জ্যেষ্ঠ পুলিশ সুপার উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার