রংপুরের গঙ্গাচড়ার সরকারি ডিগ্রি কলেজ মসজিদের সামনে পাকা সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে কেউ নবজাতকের মরদেহ পলিথিন ব্যাগে মুড়িয়ে গঙ্গাচড়ার সরকারি ডিগ্রি কলেজ মসজিদের সামনে ফেলে দিয়ে যায়। এ সময় স্থানীয় এক নারী তাঁর ছেলের জন্য মাদ্রাসায় রাতের খাবার নিয়ে যাওয়ার পথে পলিথিনটি দেখতে পান। পরে ব্যাগটির মুখ খুললে এক নবজাতকের মরদেহ দেখতে পান তিনি।
ওই নারী আশপাশের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী ঘটনাস্থলে আসেন এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। নবজাতটির আনুমানিক বয়স পাঁচ থেকে ছয় মাস বলে ধারণা করছে স্থানীয়রা।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘খবরে পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’