হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

প্রতিনিধি, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে চলন্ত মোটরসাইকেলে ঢাকাগামী হানিফ পরিবহনের ধাক্কায় মাহাবুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুর রহমান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রেজাউল করিম এর ছেলে। নিহত ব্যক্তি ‘টোটাল এগ্রো সায়েন্স’ নামের একটি ওষুধ কোম্পানির বিরামপুর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী তরিকুল ইসলাম জানান, সকালে নিজ মোটরসাইকেল নিয়ে ওষুধ কোম্পানির কাজে ফুলবাড়ীতে যাচ্ছিলেন মাহাবুর রহমান। জয়নগর এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহন তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. আল-মাহমুদ শোভন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাহাবুর রহমান নামের এক ব্যক্তি চিকিৎসা নিতে আসে। আহত ব্যক্তির মাথা, বুক ও পায়ে আঘাত লেগেছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা