হোম > সারা দেশ > রংপুর

বোরকা পরে ছাত্রী মেসে যুবক

রংপুর ও কাউনিয়া প্রতিনিধি 

রংপুর মহানগরে স্থানীয় একটি ছাত্রী মেসে ঢোকার সময় বোরকা পরা এক যুবককে আটক করেছে এলাকাবাসী। গতকাল সোমবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন চকবাজার কামারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে বোরকা পরা এক যুবক ছাত্রীনিবাসে ঢোকার সময় তাঁর গতিবিধি দেখে তাঁদের সন্দেহ হয়। এ সময় তাঁকে আটক করার পর পুরুষ কণ্ঠে কথা বললে ছদ্মবেশ ধারণের বিষয়টি বুঝতে পারে উপস্থিত স্থানীয় লোকজন। এ সময় তাঁরা উত্তেজিত হয়ে ওই যুবকের বোরকা টেনে হিঁচড়ে খুলে ফেলে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান চৌধুরী বলেন, ‘আটক যুবকের নাম মইনুল ইসলাম। তাঁর বাড়ি রংপুরের পীরগঞ্জে। ছদ্মবেশ নিয়ে সে ওই ছাত্রীনিবাসে থাকা তাঁর পূর্বপরিচিত একজনের সঙ্গে দেখা করতে এসেছিল। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

এসআই বলেন, ‘জিজ্ঞাসাবাদে আটক দুজনের মধ্য প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা যায়। তবে তাঁদের কারও প্রতি কোনো অভিযোগ ছিল না। পরে জিজ্ঞাসাবাদ শেষে আটক যুবককে তাঁর আত্মীয়ের জিম্মায় এবং বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েটিকেও একজন শিক্ষকের জিম্মায় দেওয়া হয়েছে। মেয়েটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা