হোম > সারা দেশ > রংপুর

কোরবানির জন্য লালন করা গরু নিয়ে বিপাকে খামারিরা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে কোরবানির জন্য লালন করা গরু নিয়ে বিপাকে পড়েছেন চাষি ও খামারিরা। কারণ উপজেলায় চাহিদার তুলনায় অতিরিক্ত প্রায় ৬২ হাজার গরু লালন করা হয়েছে। অথচ কোরবানির জন্য প্রয়োজন মাত্র ৩০ হাজার গরু। আজ শনিবার মিঠাপুকুর কলেজ মাঠ ও রোববার শঠিবাড়ি হাটে শেষ হবে কোরবানির পশুর কেনাবেচা। 

পশু সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, ঈদুল আজহা উপলক্ষে এ উপজেলায় ৬২ হাজার গরু লালন করা হয়েছে। অপরদিকে কোরবানির জন্য প্রয়োজন মাত্র ৩০ হাজার গরু। এ বছর চাহিদার তুলনায় পশুর হাটগুলোতে গরু–ছাগলের আমদানি বেশি। সেই তুলনায় ক্রেতা খুব কম। 

একাধিক খামারি ও চাষি জানান, কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। লালন–পালনের খরচ তোলা নিয়ে চিন্তার মধ্যে আছেন তাঁরা। তবে দাম নাগালের মধ্যে থাকায় খুশি ক্রেতারা। 

হাট ইজারাদারের প্রতিনিধি মেহেদী হাসান রিপুল বলেন, ‘৭০ থেকে ৯০ হাজার এবং ৯০ থেকে এক লাখ ৫০ হাজার টাকা দামের গরু বেচাকেনা বেশি হচ্ছে।’ 

মিঠাপুকুর কলেজ মাঠে ঘুরে দেখা যায়, কোরবানির পশুর হাটে গরু–ছাগল নিয়ে আসেন কৃষক ও খামারিরা। ক্রেতা কম। বেলা দেড় টা পর্যন্ত বেচাকেনা হয়নি।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ