হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ফুলবাড়ীতে আ. লীগ-বিএনপি সংঘর্ষ: বিএনপির ২৫ নেতা-কর্মী কারাগারে

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা বিএনপির সহসভাপতিসহ ২৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আজ মঙ্গলবার দুপুরে ৩৭ জন নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফুলবাড়ী আমলি আদালতের বিচারক লিটন চন্দ্র রায় ২৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিএনপি নেতা আব্দুল মান্নান মুকুল বলেন, ‘আওয়ামী লীগের দায়ের করা মামলায় আমাদের ৩৭ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করি। আদালত আমাকেসহ ১২ জনকে জামিন দেন।’ 

মামলায় উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন সরকার, যুবদলের সদস্যসচিব অপূর্ব লাল সেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও কৃষক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন নয়নসহ ২৫ নেতা–কর্মীর জামিন নামঞ্জুর করে করাগারে পাঠায়। ঘটনার রাতে একজন গ্রেপ্তারসহ মোট ২৬ নেতা-কর্মী কারাগারে রয়েছেন। আদালত আগামী ১৯ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ও ফুলবাড়ী পুলিশের উপপরিদর্শক ইব্রাহিম খলিল বলেন, ‘২৫ জনকে কারাগারে পাঠানোর কথা শুনেছি। তবে এখনো আদালতের কোনো কাগজ পাইনি।’ 

গত শনিবার বিকেলে উপজেলা শহরের তিনকোনা মোড়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ২২ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনার পর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জোনাব আলী বাদী হয়ে উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪০ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ