হোম > সারা দেশ > রংপুর

খানসামায় মোটরসাইকেলে ব্যতিক্রমী নৌকা বানিয়ে প্রচারণা

এস এম রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে মোটরসাইকেলে নৌকা তৈরি করে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের এক নেতা। তাঁর এই ব্যতিক্রমী প্রচারণা সাড়া ফেলেছে দলীয় নেতা-কর্মী, ভোটার ও পথচারীদের মধ্যে।

মোটরসাইকেলে বাঁশ, কাঠ ও কাপড় দিয়ে নৌকা তৈরি করা আক্তার আলী খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও কুমড়িয়া মন্ডল বাজারের বাসিন্দা।

আজ মঙ্গলবার সকালে উপজেলার টংগুয়া বাজারে গিয়ে দেখা যায়, ৮০ সিসির মোটরসাইকেলের ওপর বাঁশ-কাঠের নৌকার ফ্রেম ও বইঠা লাগানো ব্যতিক্রমী এই মোটরসাইকেল নিয়ে ঘুরছেন তিনি। দিনাজপুর-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর পোস্টারও শোভা পাচ্ছে এই নৌকার চেহারা দেওয়া মোটরসাইকেলে।

মো. আক্তার আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে মনেপ্রাণে ধারণ করে এবং দিনাজপুর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ভালোবেসে এই নৌকা তৈরি করে প্রচারণায় নেমেছি। ইনশা আল্লাহ নৌকার বিজয় হবেই।’

আওয়ামী লীগ ও নৌকার প্রতি এমন ভালোবাসার প্রশংসা করে খানসামা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির কোষাধ্যক্ষ আজিজুর রহমান বলেন, নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করা এমন কর্মীদের জন্যই বাংলাদেশ আওয়ামী লীগ আজ শক্তিশালী দল।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ