হোম > সারা দেশ > রংপুর

‘সমাবেশও শ্যাষ গাড়িও খুলিল, এতে বোঝো দ্যাশোত কী হওছে’

রংপুর প্রতিনিধি

‘যকনে ফখরুল মাঠোত ভাষণ শ্যাষ করছে, তকনে গাড়িঘোড়া চলা শুরু করিছে। যেগল্যা মানুষ অটো সিএনজিত আসছেলো, তামরা নেড়ানেড়ি হয়া গাড়িগুলাত চড়ি বাড়িত গেইছে। ঠেলাঠেলির ভয়তে কাইল রাইতোত বাসোত ওঁঠো নাই। সমাবেশও শ্যাষ, গাড়িও খুলিল! এতে বোঝো দ্যাশোত কী হওছে!’

রংপুর মেডিকেল মোড়ে কথাগুলো বলছিলেন বীরগঞ্জের একরামুল হক। দুদিন আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দেড় বছরের শিশুকে চিকিৎসার জন্য নিয়ে এসেছিলেন। আজ রোববার স্ত্রী ও সন্তানকে রেখে বাড়ি যাচ্ছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।

একরামুলের পাশে দাঁড়িয়ে থাকা সৈয়দপুরের নিজবাড়ি গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘শুনেছি পরিবহন মালিকেরা মহাসড়কে ইজিবাইক, সিএনজির চলাচল বন্ধে দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছিল। কিন্তু ধর্মঘট দিয়ে তো সিএনজি, ইজিবাইকই আমাদের মতো সাধারণ মানুষের ভরসা ছিল। তা ছাড়া এগুলো বন্ধে তো সরকার কোনো পদক্ষেপ নিল না। তাহলে ধর্মঘট করে কী হলো?’

শুধু একরামুল আর মিজানুর রহমানই নন, দুদিনের পরিবহন ধর্মঘটের পর যান চলাচল স্বাভাবিক হওয়ার পর দূরের যাত্রীরা হাঁফ ছেড়ে বেঁচেছেন। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ছাড়া ধর্মঘটে কী পেল পরিবহন মালিকেরা? এমন প্রশ্নই ছিল সাধারণ যাত্রীদের।

এ বিষয়ে জানতে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি একেএম মোজাম্মেল হকের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। মোজাম্মেল হক বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমনসহ লাইসেন্সবিহীন ও অন্যান্য অবৈধ যানবাহন চলাচল করছে। এসব বন্ধের দাবিতে ও রংপুর-কুড়িগ্রাম রুটে প্রশাসনিক হয়রানি বন্ধে দুই দিনের ধর্মঘট দেওয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টায় ধর্মঘট শেষ হয়েছে। এরপর থেকে স্বাভাবিক সময়ের মতো যানবাহন চলাচল শুরু হয়।

দুই দিনের পরিবহন ধর্মঘটে কী পেলেন জানতে চাইলে মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বাস, ট্রাক, মাইক্রোবাস মালিক সমিতিসহ আলোচনা করে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। কী পেলাম আর কী পেলাম না সেটা সময়েই বোঝা যাবে। আমরা আমাদের অবস্থান জানান দিয়েছি, তাঁরা যাতে হাইকোর্টের নির্দেশ দ্রুত বাস্তবায়ন করে মহাসড়কে থ্রিহুইলার বন্ধ করে।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ