হোম > সারা দেশ > নীলফামারী

ট্রেন দেখেই লাইনে মাথা পেতে দিলেন বৃদ্ধ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা সদরে রেললাইন থেকে আকবর আলী (৬২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ট্রেনের আসা দেখে তিনি হঠাৎ লাইনের ওপর মাথা পেতে দেন। 

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে সদর উপজেলার গাছবাড়ি রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আকবর আলী জেলা শহরের মুন্সীপাড়া বাড়াইপাড়া এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। তিনি বিভিন্ন ধরনের রোগ ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আকবর আলী সকালে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের আসা দেখে তিনি হঠাৎ লাইনের ওপর মাথা পেতে দেন। এ সময় তার শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সৈয়দপুর রেলওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তিনি এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। ওই বৃদ্ধ বিভিন্ন রোগ ও মানসিক সমস্যায় ভুগছিলেন। এমনও হতে পারে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে এভাবে আত্মহত্যা করেছেন।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা