হোম > সারা দেশ > রংপুর

জিয়াফত খেয়ে অসুস্থ দুই শতাধিক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেনারেল হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় জিয়াফত খেয়ে অসুস্থ হয়ে পড়েছে দুই শতাধিক বিভিন্ন বয়সী মানুষ। এদের মধ্যে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২০০ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনেরা জানান, গত রোববার সকালে সদর উপজেলার ফুলবাড়ী রিফাইতপুর গ্রামের ইজিবাইকচালক বেলালের মায়ের চল্লিশা (জিয়াফত) ছিল। সেখানে প্রায় এক হাজার মানুষ অংশ নেয়। জিয়াফতে খাওয়ার পর ওই দিন মধ্যরাত থেকে অনেকে অসুস্থ হয়ে পড়ে। অনেকে প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হওয়ায় পরদিন সোমবার সকাল থেকেই হাসপাতালে ভর্তি হতে থাকে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের মেঝেতে চিকিৎসাধীন আবদুল হাই-মিম আক্তার দম্পতি বলেন, ‘দাওয়াত খাওয়ার পর মাঝরাত থেকে দুজনের ডায়রিয়া শুরু হয়। আমাদের আরও অনেক আত্মীয়ও এখানে চিকিৎসাধীন আছে।’

গাইবান্ধা হাসপাতাল ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১৮৯ জন বিভিন্ন বয়সী রোগী চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে গাইবান্ধা হাসপাতালে ১২৪ জন রোগী চিকিৎসা নিচ্ছে। ৫১ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অন্যদিকে ফুলছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ আরিফা খানম বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে তাঁরা ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে। সোমবার সকাল থেকে এখন পর্যন্ত রোগীরা আসছে। সবাইকে চিকিৎসা এবং প্রয়োজনীয় স্যালাইন ও ওষুধ দেওয়া হয়েছে।

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, ‘আটার ডাল খেয়ে তারা অসুস্থ হয়েছে। আমরা স্বল্প জনবল দিয়ে তাদের সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। অবস্থার অবনতি হওয়ায় দুজনকে রংপুরে রেফার করা হয়েছে।’

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস