হোম > সারা দেশ > রংপুর

জিয়াফত খেয়ে অসুস্থ দুই শতাধিক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেনারেল হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় জিয়াফত খেয়ে অসুস্থ হয়ে পড়েছে দুই শতাধিক বিভিন্ন বয়সী মানুষ। এদের মধ্যে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২০০ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।

হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও তাদের স্বজনেরা জানান, গত রোববার সকালে সদর উপজেলার ফুলবাড়ী রিফাইতপুর গ্রামের ইজিবাইকচালক বেলালের মায়ের চল্লিশা (জিয়াফত) ছিল। সেখানে প্রায় এক হাজার মানুষ অংশ নেয়। জিয়াফতে খাওয়ার পর ওই দিন মধ্যরাত থেকে অনেকে অসুস্থ হয়ে পড়ে। অনেকে প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হওয়ায় পরদিন সোমবার সকাল থেকেই হাসপাতালে ভর্তি হতে থাকে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের মেঝেতে চিকিৎসাধীন আবদুল হাই-মিম আক্তার দম্পতি বলেন, ‘দাওয়াত খাওয়ার পর মাঝরাত থেকে দুজনের ডায়রিয়া শুরু হয়। আমাদের আরও অনেক আত্মীয়ও এখানে চিকিৎসাধীন আছে।’

গাইবান্ধা হাসপাতাল ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ১৮৯ জন বিভিন্ন বয়সী রোগী চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে গাইবান্ধা হাসপাতালে ১২৪ জন রোগী চিকিৎসা নিচ্ছে। ৫১ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অন্যদিকে ফুলছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ আরিফা খানম বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে তাঁরা ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে। সোমবার সকাল থেকে এখন পর্যন্ত রোগীরা আসছে। সবাইকে চিকিৎসা এবং প্রয়োজনীয় স্যালাইন ও ওষুধ দেওয়া হয়েছে।

ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুজ্জামান বলেন, ‘আটার ডাল খেয়ে তারা অসুস্থ হয়েছে। আমরা স্বল্প জনবল দিয়ে তাদের সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। অবস্থার অবনতি হওয়ায় দুজনকে রংপুরে রেফার করা হয়েছে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত