হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে বালু ব্যবসায়ীর মামলা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি নিয়ে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ এনে বালু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম চলতি বছরের মার্চ মাসের ২৮ তারিখে গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

প্রায় এক মাসের মাথায় আজ বুধবার সদর থানায় মামলাটি রেকর্ড ভুক্ত করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।

মামলায় আসামিরা হলেন—গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি মো. সুমন মিয়া ও নাগরিক ভাবনা পত্রিকার জেলা প্রতিনিধি রিয়ন ইসলাম রকি।

গাইবান্ধার সদর উপজেলার কামারজানির যমুনা নদীতে থেকে একদল সংঘবদ্ধ চক্র যমুনা নদী থেকে বালু তুলে অবাধে বিক্রি করে। এতে করে ওই এলাকার ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন সরকারি স্থাপনা হুমকির মুখে পড়ে। এই সংঘবদ্ধ চক্রটির বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এর আগে কামারজানি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার আজিজুর রহমান বাদী হয়ে গত ২৫ ফেব্রুয়ারি এই চক্রের রানা ও সাইফুলসহ ১২ থেকে ১৫ জন অজ্ঞাত বালু ব্যবসায়ীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন।

এ ছাড়াও অবৈধভাবে বালু তোলার কারণে সদর উপজেলার নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই সংঘবদ্ধ চক্রটির সদস্য মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

এ দিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া মামলা থেকে নিঃশর্ত অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

বাংলাভিশনের জেলা প্রতিনিধি ফিরোজ কবির মিলন আজকের পত্রিকাকে, ‘বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় এ রকম একটি বানোয়াট ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) গাইবান্ধা জেলা সংবাদদাতা সরকার মো. শহিদুজ্জামান বলেন, ‘সংবাদ প্রকাশের জেরে মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানি খুবই দুঃখজনক। ওই মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা থেকে নিঃশর্ত অব্যাহতির আহ্বান জানাচ্ছি।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ