হোম > সারা দেশ > নীলফামারী

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে ট্রাকে নিয়ে পালানোর সময় আটক ২

নীলফামারী প্রতিনিধি

জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে নীলফামারী থানার পুলিশ বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ একটি ট্রাক জব্দ করেছে। এ সময় আন্তজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা ডোমার উপজেলার পাঙ্গা চৌপথি থেকে ট্রান্সফরমারটি চুরি করে। আজ বুধবার ভোর সোয়া ৪টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী টেক্সটাইল মিল মোড়ে ওই ট্রাক জব্দ করে পুলিশ। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন নীলফামারী সদরের রামনগর গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (৩৩) এবং দিনাজপুরের খানসামা উপজেলার দাসপাড়ার প্রভাস দাসের ছেলে  চঞ্চল দাস (৩০)।

পুলিশ জানায়, রাত সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে জানা যায়, ডোমার উপজেলার পাঙ্গা চৌপথি থেকে ট্রান্সফর্মার চুরি করে ট্রাকে করে নীলফামারীর দিকে দ্রুতগতিতে পালিয়ে যাচ্ছে। এ সংবাদ পেয়ে নীলফামারী থানা পুলিশের একটি দল ওই সড়কে চেকপোস্ট বসায়। কিন্তু দ্রুত গতিতে আসা ট্রাকটি চেকপোস্টের সিগন্যাল অমান্য করে পালিয়ে যায়। পরে ট্রাকটির পেছনে ধাওয়া করে প্রায় ৫ কিলোমিটার দূরে দারোয়ানী টেক্সটাইল মোড়ে রাত সোয়া ৪টার দিকে একে আটক করা সম্ভব হয়। এ সময় সংঘবদ্ধ চোর চক্রের ছয়-সাতজন সদস্য ট্রাক থেকে নেমে দৌড়ে পালানোর সময় দুজনকে আটক করা সম্ভব হয়। 

নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, আটক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আটক ফরিদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ট্রান্সফরমার চুরির একাধিক মামলা রয়েছে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ