হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নদী ভাঙতে থাকবে, আমরা কাজ করতে থাকব: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম ও চিলমারী প্রতিনিধি

নদীভাঙন রোধের প্রকল্প বাস্তবায়নে অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সরকার বেশি তৎপর দাবি করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, কাজ ধীর গতির হলেও থেমে নেই। 

আজ রোববার দুপুরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্রবেষ্টিত কাচকোল এলাকায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘বাংলাদেশে নদী ভাঙতে থাকবে, আমরা কাজ করতে থাকব। অতীতের মতো এমন না যে নদী ভাঙন শুরু করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের কেউ আসেনি। সরকার এখন জোরেশোরে লক্ষ্য রাখে। করোনার সময় এত প্রণোদনা দেওয়ার পরও আমাদের প্রকল্পগুলো থেমে নেই, চলমান আছে। ধীর গতিতে চলছে সেটা আমরা স্বীকার করি। কিন্তু প্রকল্প আমরা বন্ধ করে দেই নাই।’ 

এ সময় তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) রমজান আলী, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু প্রমুখ।

চিলমারীর কাচকোল নদীভাঙন এলাকা পরিদর্শন ও পথসভা শেষে তিনি স্পিডবোটে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের রৌমারী-রাজিবপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ