হোম > সারা দেশ > লালমনিরহাট

বরেন্দ্রর সেচ পাম্পের পিলার ভেঙে প্রাণ গেল স্কুলছাত্রের

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সেচ পাম্পের পিলার ভেঙে আল আমিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত স্কুলছাত্র আল আমিন ওই এলাকার আব্দুল কাদের জিলানীর ছেলে এবং স্থানীয় রইসবাগ হরিদাস উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রইসবাগ এলাকায় জমিতে সেচ দিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ একটি সেচ পাম্প গড়ে তোলে, যার দেখাশোনা করতেন স্থানীয় রজনী সরকারের ছেলে পুষ্প চন্দ্র। সেই সেচের আওতায় স্থানীয়দের মতো বোরো চাষাবাদ করেছেন আল আমিনের বাবা আব্দুল কাদের জিলানী। 

আজ দুপুরে নিজেদের বোরোখেতে কাজ শেষে বরেন্দ্রের ওই সেচ পাম্পের পাশে পানি পান করতে যায় আল আমিন। এ সময় ওই পাম্পের পুরোনো একটি পিলার ভেঙে তার ওপর পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় মৃতের বাবা আব্দুল কাদের জিলানী আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, ‘পাম্পের পিলার দীর্ঘদিন ধরে ভাঙা ছিল। তারা (পুষ্প চন্দ্র) যেনেও তা সংস্কার করেনি। তাদের ভুলে আমার একমাত্র ছেলেকে হারালাম। আমি এর বিচার চাই।’ 

অভিযুক্ত পাম্প মালিক পুষ্প চন্দ্র পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, বরেন্দ্রর সেচ পাম্পের পুরোনো পিলার ভেঙে পড়ে আল আমিন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা