হোম > সারা দেশ > নীলফামারী

ডিমলায় আমন ধানে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারী জেলার ডিমলা উপজেলার সুন্দর খাতা গ্রাম। এই গ্রামটি চলতি বছর আমন ধানের চারা রোপণের শুরুতেই বন্যার পানিতে তলিয়ে যায়। কিন্তু পরবর্তীতে বন্যার পানি নেমে যাওয়ায়, ভালো ফলনের স্বপ্ন দেখতে শুরু করেন কৃষকেরা। 

এলাকা সূত্রে জানা যায়, বন্যার ধকল কাটলেও এখন দেখা দিয়েছে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ। জমিতে ধানগাছ গুলো কিছুদিন আগেও ছিল সবুজ পাতায় ভরপুর। কিন্তু এখন ধানের সবুজ গাছের ডগাগুলো পরিণত হয়েছে খড়ে। এতে কৃষকেরা হতাশ ও দিশেহারা। 

এ বিষয়ে ২ নম্বর বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা, মধ্যম সুন্দর খাতা, নিজ সুন্দর খাতা গ্রামের কৃষকেরা বলেন, 'পোকার আক্রমণে বিবর্ণ হয়ে যাচ্ছে ধান খেত। সবুজ ধানগাছগুলো আগুনে পোড়ার মতো শুকিয়ে খড়ে পরিণত হচ্ছে। চারা রোপণের পর এখন পর্যন্ত তিন থেকে চারবার কীটনাশক ওষুধ স্প্রে করেও এর কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। ফলে কৃষকের যে স্বপ্ন ও আশা ছিল তা এখন গুড়ে বালি। এই খড় কেটে গৃহপালিত পশুকে খাওয়ানো উচিত হবে না। ফলে আমন ধানে বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের। এরই মধ্যে গতকাল রোববার রাতে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড় ও বৃষ্টিতে মাঠের আমন ধানের গাছগুলো মাটিতে নুয়ে পড়ে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কৃষকেরা এই আমন মৌসুমে আর লাভবান হতে পারবেন না। দুঃখের বিষয় হলো, সোনালি ফসল ঘরে তোলার আগেই কৃষকের স্বপ্ন নষ্ট হয়ে গেল।' 

এ বিষয়ে ডিমলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী বলেন, 'ফসল একটা জীবন তার কিছু রোগ বালাই থাকবে, এর জন্য আমরা পর্যাপ্ত চেষ্টা চালাচ্ছি, তবে সময় লাগবে।'   

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ