হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ারমোড় দোলাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

শিশু দুটি হলো ওই গ্রামের এন্তাজুল ইসলামের মেয়ে লিমা আক্তার (৯) এবং একই গ্রামের এনামুল হকের ছেলে আরিফ হোসেন (৭)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

পুলিশ জানায়, আজ রোববার দুপুরে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বাড়ির উঠানে খেলছিল ওই দুই শিশু। এ সময় সেখানে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারের স্পর্শে তারা দুজন বিদ্যুতায়িত হয়। টের পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর ধারণা, বিদ্যুৎ সংযোগে নিম্নমানের তার ব্যবহার করায় সেটি ঘরের চালে ছিঁড়ে পড়ে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, পরিবারের অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওই দুই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা