হোম > সারা দেশ > রংপুর

ছাত্রলীগের ‘শিক্ষা শান্তি প্রগতি’কে ছাত্রদলের মূলনীতি বলে তোপের মুখে নেতা

গাইবান্ধা প্রতিনিধি

গত শনিবার সন্ধ্যায় পলাশবাড়ীর মাঠেরহাট বাজারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধান। ছবি: ভিডিও থেকে

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মূলনীতি ‘শিক্ষা, শান্তি, প্রগতি’-কে ছাত্রদলের মূলনীতি উল্লেখ করে গাইবান্ধার পলাশবাড়ীতে বক্তব্য দিয়েছেন ছাত্রদলের এক নেতা। তাঁর বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে আলোচনা-সমালোচনা।

জানা গেছে, গত শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাঠেরহাট বাজারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধান। সেখানেই তিনি ছাত্রলীগের মূলনীতিকে ছাত্রদলের বলে উল্লেখ করেন। যদিও বিষয়টিকে ‘ভুল হয়েছে’ বলে জানিয়েছেন ওই ছাত্রদল নেতা।

ভিডিওতে ছাত্রদল নেতা শিবলু প্রধান বলেন, ‘শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্রদলের মূলনীতি, আমরা শক্তি, আমরা বল, জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ জিয়ার গণদল জাতীয়তাবাদী ছাত্রদল। ম্যাডাম জিয়ার মনোবল, তারেক রহমানের বাহুবল, জাতীয়তাবাদী ছাত্রদল।’

এরই মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজেদের মূলনীতি ভুলে ছাত্রদল নেতার এমন বক্তব্যকে ঘিরে ব্যঙ্গ-রসাত্মক আলোচনা চলছে জেলাজুড়ে। এ নিয়ে খোদ ছাত্রদলের জেলা-উপজেলার নেতারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

এ বিষয়ে বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিবলু প্রধানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ভুলে ছাত্রদলের মূলনীতি না বলে ছাত্রলীগের মূলনীতি বলেছি বক্তব্যে। আমি কখনো ছাত্রলীগের রাজনীতি করিনি। বেতকাপা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদ অনুপস্থিত থাকায় দলের নেতাদের সঙ্গে আলোচনা করে আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি।’

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারেক বলেন, ‘এ ধরনের স্লোগান আমাদের দলের কোনো ছেলে দিতে পারে না। এটি একটি চক্রান্ত, বাইরে থেকে লোকজন ঢুকিয়ে দিয়ে আমাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।’

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির মূলনীতি বা স্লোগান ‘শিক্ষা, ঐক্য, প্রগতি’।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ