হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা

প্রতিনিধি

কাউনিয়া (রংপুর): রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের 'ঠাকুরদাশ থেকে মীরবাগ' পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে খানাখন্দে সড়কে পানি জমে ঘটছে নানান দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে হারাগাছ ইউনিয়নের 'ঠাকুরদাশ থেকে মীরবাগ' ১০ কিলোমিটার রাস্তাটি সংস্কার করা হয়। এরপর রাস্তাটি আর সংস্কার করা হয়নি। তাই সংস্কারের অভাবে রাস্তাটিতে চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে।

নাজিরদহ জামতলা গ্রামের বাসিন্দা রহিম মিয়া বলেন, রাস্তার কার্পেটিং উঠে গেছে। সামান্য বৃষ্টিতেই পানি জমছে। খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে হালকা ও ভারী যান। প্রতিদিনই ছোট–বড় দুর্ঘটনা ঘটছে।

ঠাকুরদাশ এলাকার বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়কে একটি পৌরসভা ও দুটি ইউনিয়নের হাজারো মানুষ উপজেলা সদর ও জেলা শহরে যাতায়াত করেন। অথচ সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না।

মেনাজবাজার গ্রামের অটোরিকশাচালক বেলাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মেরামত না করায় সড়কের অনেক স্থানে বিটুমিন ও ইট-পাথর উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। খানাখন্দের সড়কে রোগী হাসপাতালে নিয়ে যেতে খুবই কষ্ট হয়।

ঠাকুরদাশ গ্রামের কৃষক আকবর আলী জানান, তাঁদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রির জন্য হাটবাজারে নিতে হয়। কিন্তু এই খানাখন্দ রাস্তার কারণে ভ্যানচালকেরা যেতে চান না। এ জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাঁদের। দ্রুত এ সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি বলেন, 'ঠাকুরদাশ থেকে মীরবাগ' সড়কসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক সংস্কারের প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে আগামী অর্থবছরে সড়কগুলো সংস্কারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ