হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে তাপমাত্রা ওঠানামা করলেও, কমেনি শীতের দাপট

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

টানা শীত ও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষের জীবন। তাপমাত্রা ওঠানামা করলেও কমেনি শীতের দাপট। কনকনে ঠান্ডার জবুথবু হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। দিনের অধিকাংশ সময় থাকছে মেঘাচ্ছন্ন।

আজ বুধবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র ঠান্ডায় গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন শীত কাতর মানুষগুলো। ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে গৃহপালিত পশু-পাখিও। শীত ও কনকনে ঠান্ডায় হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি, কাশিসহ ঠান্ডাজনিত রোগ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ফুলবাড়ী হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ১০২ রোগী। আক্রান্তদের মধ্যে অধিকাংশ শিশু। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ২০ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ১০ শয্যার বিপরীতে ভর্তি আছে ২২ জন শিশু। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি হওয়ায় দিনভর ঠান্ডা অনুভূত হচ্ছে।

অপর দিকে এক সপ্তাহ ধরে সূর্যের দেখা না মেলায় হলুদ ও সাদা বর্ণ ধারণ করে নষ্ট হয়ে যাচ্ছে বোরো বীজতলা। কৃষকেরা জানান, বোরো মৌসুম শুরু হলেও কনকনে ঠান্ডায় জমিতে রোপণ করতে পারছেন না ধানের চারা। অন্যদিকে হিমে নষ্ট হয়ে যাচ্ছে চারা বীজ। এ অবস্থা চলতে থাকলে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তাঁদের।

ফুলবাড়ী সদরের ইউনিয়নের কবির মামুদ গ্রামের কৃষক সাহের আলী বলেন, ‘সাত দিন ধরে সূর্যের দেখা নাই। ঠান্ডা দিন দিন বৃদ্ধি বাড়ছে। বোরো ধানের বীজতলার এখন পর্যন্ত কোনো সমস্যা না হলেও এ অবস্থা আরও দুই-তিন দিন চললে বীজতলার ক্ষতি হতে পারে।’

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, চলতি রবি মৌসুমে উপজেলায় ৮২৫ হেক্টর আমনের বীজতলা, ২ হাজার ৭৬০ হেক্টর সরিষা, ৯০০ হেক্টর আলু, ১ হাজার ৯৯৫ হেক্টর ভুট্টা এবং ১ হাজার ১৫ হেক্টর বিভিন্ন শাক-সবজির চাষ করা হয়েছে। এর মধ্যে চার হেক্টর জমিতে বোরো রোপণ করা হয়েছে।

এই কৃষি কর্মকর্তা জানান, শীতের তীব্রতা থেকে ফসল রক্ষার জন্য কৃষকদের ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শসহ বাড়তি পরিচর্যার পরামর্শ দেওয়া হচ্ছে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘জানুয়ারি মাসজুড়েই তাপমাত্রা এমন থাকার আশঙ্কা রয়েছে। তবে তিন-চার দিন পরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ