হোম > সারা দেশ > রংপুর

স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা, বড় মেয়ের মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন রশিদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মোংলাকুটি পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বড় মেয়ে রাফিয়া আক্তার জিম (১১) ঘটনাস্থলেই মারা গেছে। গুরুতর আহত অবস্থায় স্ত্রী জেসমিন আক্তার (২৯) ও ছোট মেয়ে জুঁই আক্তার (৭) ও রশিদুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ব্যাপারে গতকালই জেসমিন আক্তারের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করেছেন। 

থানা-পুলিশ ও এলাকাবাসী জানান, জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী জেসমিন আক্তারের সঙ্গে রশিদুলের দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। রোববার সন্ধ্যায় তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন রশিদুল। এতে বড় মেয়ে রাফিয়া আক্তার জিম ঘটনাস্থলেই মারা যায়। কৈকুড়ী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত রাফিয়া আক্তার। 

অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন স্ত্রী জেসমিন আক্তার ও ছোট মেয়ে জুঁই আক্তার। তাদের কোপানোর পর রশিদুল ইসলাম নিজে বিষপান করে গলা ছুরি দিয়ে কেটে ফেলেন। স্ত্রী-কন্যার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রশিদুল, জেসমিন ও জুঁইকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রশিদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। তিনি কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি পশ্চিম পাড়া এলাকার মোস্তাফিজার রহমানের ছেলে। 

এ ব্যাপারে পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে রশিদুল তাঁর স্ত্রী ও দুই মেয়েকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ