হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় আশুরা উদযাপনের চাল উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত ১ 

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

আশুরা উদযাপন উপলক্ষে চাল তোলা নিয়ে সংঘর্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে বাবলু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিতলা গ্রামে ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শান্তিরাম কালিতলা গ্রামে আইয়ুব আলী নামে এক ব্যক্তি গ্রামে আশুরা উদযাপন উপলক্ষে চাল সংগ্রহের জন্য যায়। সেখানে একই গ্রামের মৃত নছিম পন্ডিতের ছেলে সুমন মিয়া ও মৃত শহিদুল ইসলামের ছেলে ইউনুস আলীর সঙ্গে চাল সংগ্রহ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্ক-বিতর্কের একপর্যায়ে আইয়ুব আলীর দুই ছেলে সুমন ও শাহিন লাঠিসোঁটা নিয়ে এসে ইউনুস আলীকে পেটাতে থাকে। 

এ সময় ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া এসে বাধা দিলে সুমন ও শাহিন তাঁকেও বেধড়ক মারপিট করে রক্তাক্ত করে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এসে বাবলু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তাঁর মুত্যু হয়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ অভিযুক্ত সুমন ও শাহিন আটক করে। 

পুলিশ নিহত বাবলু মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠিয়েছে। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ