হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে আগুনে পুড়ল তিন পরিবারের সর্বস্ব

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরের পল্লিতে আগুনে তিনটি বাড়ি পুড়ে সব ছাই হয়ে গেছে। বর্তমানে ওই তিন পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। এ ঘটনাটি গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আবদুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর গ্রামের ফকিরপাড়ায় ঘটেছে। আগুন লাগার ফলে মানুষ ঘর থেকে বের হতে পারলেও ঘরে থাকা টাকাপয়সা, আসবাবসহ গরু, ছাগল, হাঁস, মুরগি পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। আমার উপার্জনের একমাত্র ব্যাটারিচালিত ভ্যানটিও পুড়ে ছাই হয়েছে। বাড়ির গরু, ছাগল, জমানো ১৮ হাজার টাকাসহ পরনের একমাত্র কাপড়টি বাদে সব পুড়ে ছাই হয়ে গেছে।’

অপর এক বাড়ির মালিক শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম। পাশের বাড়িতে আগুন লাগার কারণে ওদের চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে বের হয়ে দেখি আমাদের ঘরের টিনেও দাউ দাউ করে আগুন জ্বলছে। সমিতির ৭০ হাজার টাকাসহ সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।’

এ ঘটনায় স্থানীয় চিরিরবন্দর টেকনিক্যাল এ বি এম কলেজের অধ্যক্ষ ও চিরিরবন্দর আইডিয়াল স্কুলের পরিচালক মমিনুল ইসলাম মমিন তাঁদের টাকা ও কাপড় কিনে দিয়েছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে।

চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহবুব আলম জানান, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে তিনটি বসতবাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগিসহ সবকিছু পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান আজকের পত্রিকাকে জানান, ইতিমধ্যে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুততম সময়ের মধ্যেই নগদ অর্থসহ সরকারি সহায়তা দেখা হবে।

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ