হোম > সারা দেশ > রংপুর

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের পিএস গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

গ্রেপ্তার রাশেদুল ইসলাম রাশেদ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য, পতিত আওয়ামী লীগ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের পিএস রাশেদুল ইসলাম রাশেদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কুড়িগ্রাম ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাশেদ কুড়িগ্রামের রৌমারী উপজেলার মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাবেক প্রতিমন্ত্রী জাকিরের চাচাতো ভাই। তাঁর বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রার্থীদের কাছে টাকা নেওয়াসহ বিভিন্ন তদবির বাণিজ্যের নামে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশ জানায়, ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের পিটিআই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়। সদর থানার ওসি হাবিবুল্লাহ জানান, রাশেদুল ইসলাম রাশেদকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরেই আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত