হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলা শহরের কুখাপাড়া গ্রামে এক খালের পাশে এ ঘটনা ঘটে। আজ সোমবার দুপুরে জেলা সদরের ঢেলাপীর বাজারের একটি মসজিদের সামনে থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ। 

নিহত অটোরিকশা চালকের নাম ছাপিনুর রহমান (৫৫)। তিনি জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা পশ্চিমপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে যাত্রীবেশে ভাড়ায় ছাপিনুর রহমানের অটোরিকশায় উঠে ছিনতাইকারীরা। এরপর শহর থেকে নির্জন ওই এলাকায় নিয়ে চালকের গলাকেটে অটোরিকশাটি নিয়ে চলে যায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাপিনুর রহমানকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

এ ঘটনায় ছাপিনুর রহমানের ছেলে রশিদুল ইসলাম (২৮) বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে আজ সোমবার দুপুরে জেলা সদরের ঢেলাপীর বাজারের একটি মসজিদের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার হয়। আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ