হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে শিবমন্দির ভাঙচুর, দানবাক্সের টাকা লুট

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে শিবলিঙ্গ ভাঙচুর করে মন্দিরের দানবাক্সের টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা বাজার এলাকার সার্বজনীন শিবমন্দিরে এ ঘটনা ঘটে। এতে ক্ষোভ প্রকাশ করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। 

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মন্দিরটি প্রায় ২০০ বছরের পুরোনো। আজ সকালে গিয়ে ভক্তরা দেখতে পান মন্দিরের তিনটি শিবলিঙ্গ ও ত্রিশুল ভাঙচুর করে দানবাক্সের টাকা লুট হয়ে গেছে। এরপর ঘটনাটি জানাজানি হলে আশপাশের সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে এসে জড়ো হন। 

এ সময় তিস্তা এলাকার বাসিন্দা মাখন লাল দাস বলেন, ‘আমরা সকালবেলা জানতে পারি, মন্দিরে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’ 

তিস্তা বাজারের সার্বজনীন শিবমন্দিরের সভাপতি সুরেন্দ্র প্রসাদ গুপ্ত বলেন, ‘আমাদের মন্দিরের শিবলিঙ্গ ভাঙচুর করা হয়েছে। দানবাক্সের সব টাকা নিয়ে গেছে। আজ ভোরে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না। সিসিটিভি ফুটেজে ভাঙচুরের ছবি রয়েছে। আমরা চাই অতিদ্রুত দোষীদের আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হোক।’ 

লালমনিরহাট পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি হিরালাল রায় বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা জানি না। তবে যারাই এই ন্যক্কারজনক ঘটনা ঘটাক, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ 

এ নিয়ে জানতে চাইলে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত গত রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্য প্রবেশ করে শিবলিঙ্গ ভাঙচুর করে এবং দানবাক্স থেকে সাড়ে তিন থেকে চার হাজার টাকা নিয়ে যায়। বিষয়টি জানা মাত্র ঘটনাস্থল পরিদর্শন করি। মন্দিরটি রাস্তার পাশে এবং নিরাপত্তার ঘাটতি থাকার কারণে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটানোর সাহস পেয়েছে। আমরা ইতিমধ্যে কয়েকটি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজগুলো বিশ্লেষণ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনব।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ