হোম > সারা দেশ > গাইবান্ধা

ভোটকেন্দ্রে জামায়াত কর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গ্রেপ্তার আওয়ামী লীগ মজনু মিয়া ওরফে মজনু হিরো। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি মজনু মিয়া ওরফে মজনু হিরোকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি হিরো বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মজনু হিরো বামনডাঙ্গা ইউনিয়নের মৃত আব্দুস ছাত্তার ওরফে হিরো ছাত্তারের ছেলে। তিনি বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

আজ রোববার বিকেলে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেলিম রেজা। তিনি বলেন, মজনু মিয়াকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সাড়ে ১০ বছর পর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদী হয়ে এ বছরের ২২ অক্টোবর একটি হত্যা মামলা করেন।

মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ করা হয়। এতে অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানায় পুলিশ।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ