হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ধান মাড়াই মেশিনের ধাক্কায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় রুমন ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত রুমন ইসলাম ডোমারের পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার ব্যবসায়ী বুলেট ইসলামের ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ ঘটনা ঘটে। 

ডোমার থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহতরা হলেন উপজেলার পশ্চিম চিকনমাটি খতপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. জনি (২৬), একই উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে রতন ইসলাম (২১)। তাঁরা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী থেকে তিন যুবক একই মোটরসাইকেলে ডোমারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নীলফামারী-ডোমার সড়কের ধরণীগঞ্জ বাঁশের পুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রুমনের মৃত্যু হয়। 

ডোমার থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডোমার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মামুন আজকের পত্রিকাকে বলেন, নিহত রুমন ইসলাম সদর ইউনিয়ন কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নিহত ছাত্রলীগ নেতা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ পর্যন্ত জেলা বা কেন্দ্রীয় কমিটি কোনো শোকবার্তা না জানানোয় তিনি আক্ষেপ প্রকাশ করেন।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ