হোম > সারা দেশ > রংপুর

সুন্দরগঞ্জে বদলে গেল নৌকার প্রার্থী

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে বদলে গেল উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত সেই প্রার্থী। আজ বৃহস্পতিবার রাতে আগের প্রার্থী মো. সাইফুল ইসলামের পরিবর্তে নতুন করে ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে প্রথমে তারাপুর ইউনিয়নে মো. সাইফুল ইসলামকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে দলের ভেতর আলোচনা-সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়। পিস কমিটির ছেলের হাতে নৌকা এমন অভিযোগ তুলে এক জোট হয়ে তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন দলের মনোনয়নবঞ্চিত ত্যাগী নেতারা। 

এতে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতা–কর্মীসহ সহস্রাধিক নারী-পুরুষ ভোটার। তাঁদের দাবি ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেওয়া হোক। এ ছাড়া কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে লিখিত অভিযোগও করেন মনোনয়ন বঞ্চিত এ নেতা। পরে বৃহস্পতিবার রাতে মনোনয়ন বোর্ড সাইফুল ইসলামকে পরিবর্তন করে তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মো. আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন দেন। 

মনোনয়ন বঞ্চিত মো. সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো কাগজপত্র পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি শোনা যাচ্ছে। 

নতুন করে মনোনয়ন পাওয়া মো. আব্দুস সামাদ খোকা বলেন, মো. সাইফুল ইসলাম বহিরাগত। তিনি দলের কেউ না। এ বিষয়টি জানার পর মনোনয়ন বোর্ড নতুন করে আমাকে মনোনয়ন দিয়েছে। এতে করে দলের নেতা-কর্মীরা উজ্জীবিত। 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রাব্বানী আপেল মনোনয়ন বোর্ডের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আব্দুস সামাদ খোকা দলের ত্যাগী নেতা। দলের জন্য তিনি নিবেদিতপ্রাণ। দলের সঙ্গে মো. সাইফুল ইসলামের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি মনোনয়ন বোর্ডকে ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছিলেন। 

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার