হোম > সারা দেশ > দিনাজপুর

র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে হাবিপ্রবির দুই শিক্ষার্থী বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি

র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের উভয়কে এক সেমিস্টারের শিক্ষা কার্যক্রম থেকে এবং আবাসিক হল থেকে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে অপর দুই শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তাঁদের বহিষ্কারের বিষয়টি আজ বুধবার নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বহিষ্কারের চিঠি গত ২৭ সেপ্টেম্বর ওই দুই শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হুদা তাজমুল ও আবদুল্লাহ আল মামুন।

প্রক্টর মামুনুর রশিদ জানান, র‍্যাগিং একটি ভয়ংকর অপরাধ। এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় কঠোর অবস্থানে আছে। দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের উভয়কে এক সেমিস্টারের শিক্ষা কার্যক্রম থেকে এবং আবাসিক হল থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অপর দুই শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন অনুপম ছাত্রাবাসে র‍্যাগিং হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাস্থলে ২৩ ব্যাচের নবীন এক শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের তথ্যপ্রমাণ পায় দলটি।

পরে ওই দুই শিক্ষার্থী র‍্যাগিংয়ে জড়িত থাকায় শাস্তির সুপারিশ করে র‍্যাগিং প্রতিরোধ মূল কমিটি। সেই সুপারিশের ভিত্তিতে ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এর আগে গত ২৮ আগস্ট র‍্যাগিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে শিক্ষাকার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়। সে সময় তিন শিক্ষার্থীকে সতর্ক করা হয়।

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা