হোম > সারা দেশ > দিনাজপুর

মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন মা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকাসক্ত ছেলে নয়ন চন্দ্র রায়কে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন মা। আদালত মাদকসহ আটক হওয়ায় ওই ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। নয়ন চন্দ্র রায় (২১) উপজেলার দাদপুর গ্রামের বাসিন্দা। আজ রোববার তাঁকে আটক করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। 

স্থানীয় সূত্র জানায়, উপজেলার দাদপুর (মালিপাড়া) গ্রামের শিবু রায় ও কিনা রানীর ছেলে নয়ন রায় বেশ কিছুদিন ধরে মাদক সেবন করে আসছে। নেশায় জড়িয়ে কাজকর্ম না করে টাকার জন্য বাড়িতে প্রতিনিয়ত ঝামেলা করে। বাবা মা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির জিনিস পত্র ভাঙচুর করে। প্রায়ই বাড়ির জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করত। দুদিন আগেও বাড়ির নলকূপ, ঢেউটিন বিক্রি করে মাদক সেবন করে। এতে বাধা দিলে তার মা কিনা রানীর মাথায় আঘাত করে রক্তাক্ত করে। মাদকের টাকা যোগাড় করতে দিন দিন বেপরোয়া হয়ে উঠে। এমনকি নিজ বাড়িতে বাবা মা এর সামনেই গাজা সেবন করত। অনেক বুঝিয়েও পরিবর্তন না হওয়ায় বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিয়েছেন ভুক্তভোগী মা কিনা রানী। 

কিনা রানী আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলে মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র চুরি করে। বাধা দিলে মারধর করে। তাই সবার পরামর্শে আইনের আশ্রয় নিয়েছি। তাতে যদি ছেলেটা ভালো হয়, এটাই কামনা করি।’ 

৭ নম্বর শিবনগর ইউপির প্যানেল চেয়ারম্যান দিলীপ চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযোগ করছিলেন তার মা। আমরা তাঁকে অনেক বুঝিয়েছি। কিন্তু সে পরিবর্তন হয়নি। তাই তার মা বাধ্য হয়ে ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন। প্রত্যেক বাবা মায়ের উচিৎ সন্তানকে মাদক থেকে দূরে রাখা।’ 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন,  ‘নিজ বাড়িতে মাদক সেবনের অভিযোগ পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাতেনাতে নয়ন রায়কে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ