হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় সাংবাদিককে মারধর, গ্রেপ্তার ৩  

প্রতিনিধি, হাতীবান্ধা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেলিম সম্রাট (২৫) নামের এক সাংবাদিককে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার পার্টিকেপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সাংবাদিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে আলী রেজা বাদল (৫০), তাইজুল ইসলাম মুকুট (৪৫) ও মুকুটের ছেলে মিরাজুল ইসলাম হৃদয় (২০)।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, সাংবাদিক সেলিম সম্রাটকে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত রোববার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে ওই এলাকার মৃত মজিবরের ছেলে মিজানুর রহমানের জমি নিয়ে ঝগড়া লাগে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান দৈনিক বাহান্নোর আলোর হাতীবান্ধা প্রতিনিধি সম্রাট। সেখানে যাওয়ামাত্র তাঁরা সম্রাটকে গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং মারধর করেন। পরে এ ঘটনায় রোববার মধ্যরাতে তাইজুল ইসলাম মুকুটসহ আরও দুজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দেন সাংবাদিক সেলিম।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ