হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় সাংবাদিককে মারধর, গ্রেপ্তার ৩  

প্রতিনিধি, হাতীবান্ধা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সেলিম সম্রাট (২৫) নামের এক সাংবাদিককে মারধরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার পার্টিকেপাড়া ইউনিয়নের পারুলিয়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সাংবাদিককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে আলী রেজা বাদল (৫০), তাইজুল ইসলাম মুকুট (৪৫) ও মুকুটের ছেলে মিরাজুল ইসলাম হৃদয় (২০)।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, সাংবাদিক সেলিম সম্রাটকে মারধরের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত রোববার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে ওই এলাকার মৃত মজিবরের ছেলে মিজানুর রহমানের জমি নিয়ে ঝগড়া লাগে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান দৈনিক বাহান্নোর আলোর হাতীবান্ধা প্রতিনিধি সম্রাট। সেখানে যাওয়ামাত্র তাঁরা সম্রাটকে গলাধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং মারধর করেন। পরে এ ঘটনায় রোববার মধ্যরাতে তাইজুল ইসলাম মুকুটসহ আরও দুজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দেন সাংবাদিক সেলিম।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার