হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ঢাকা থেকে যুবক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জোহা আকন্দ (৩৫) নামের এক যুবককে গতকাল বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ বাসাবো এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তার জোহা আকন্দ গাইবান্ধার সদর উপজেলার শিবপুর (দক্ষিণপাড়া) গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ছাত্রী একই উপজেলার একটি মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। 

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ওই ছাত্রী মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রায় সময় উত্ত্যক্ত করতেন জোহা আকন্দ। গত ১ মে রাত সাড়ে ৮টার দিকে ছাত্রী বাড়ির বাথরুমে যান। এ সময় জোহা আকন্দ বাথরুমে প্রবেশ করে ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনার পরদিন ছাত্রীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা করেন। এরপর থেকে জোহা আকন্দ আত্মগোপনে থাকেন। 

জোহা আকন্দকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে গাইবান্ধা র‍্যাব-১৩ ও ঢাকার র‍্যাব-৩ অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ বাসাবো এলাকার প্রাইম ব্যাংকের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, ‘গ্রেপ্তার আসামিকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা