হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু, হাসপাতালে ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় সাপের কামড়ে আলী আকবর (৫১) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভ্যাকসিন না থাকার কারণে তাঁর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মে) রাতে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

তিনি ওই ইউনিয়নের খড়িবাড়ি কাচাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আলী আকবরের ভাই রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বড় ভাই আলী আকবর শনিবার বিকেলে কৃষি জমিতে সেচ দিতে যান। এ সময় সেচের ড্রেন পরিষ্কার করতে গিয়ে একটি বিষাক্ত সাপ তাঁকে কামড় দেয়। তাৎক্ষণিক বাসায় এসে পরিবারের লোকজনকে জানালে আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে ভ্যাকসিন না থাকায় রোগীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে দিনাজপুর নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।’

সাপে কাটার ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ‘জেলা শহরের একটি হাসপাতালে ভ্যাকসিন না পাওয়াটা খুবই দুঃখজনক। আজ যদি ভ্যাকসিন পাওয়া যেত তাহলে ওই শিক্ষকের মৃত্যু হতো না।’ 

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাদাত শাহরিয়ার বলেন, ‘এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ নেই। ভ্যাকসিনের জন্য চাহিদা পাঠানো হয়েছে।’

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিএনপিতে যোগদান

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা