হোম > সারা দেশ > রংপুর

বিএনপির পার্টি অফিস ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়া ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির পার্টি অফিস ভাঙচুর, লুটপাট ও ছিনতাই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে গজঘণ্টা ইউনিয়নের মতলেব বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লিয়াকত আলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, গ্রেপ্তারের পর লিয়াকত আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাঁর নামে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত বছরের ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাবু বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়া ও গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুর, লুটপাট, ছিনতাই এবং সাধারণ মানুষকে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ এনে এ মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঁঙ্গা, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। এ ছাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। মামলাটিতে অজ্ঞাতপরিচয় আসামি আছেন ২৫০-২৬০ জন।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার