হোম > সারা দেশ > রংপুর

বিএনপির পার্টি অফিস ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি 

ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়া ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির পার্টি অফিস ভাঙচুর, লুটপাট ও ছিনতাই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে গজঘণ্টা ইউনিয়নের মতলেব বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লিয়াকত আলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, গ্রেপ্তারের পর লিয়াকত আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাঁর নামে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত বছরের ১৮ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাবু বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়া ও গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুর, লুটপাট, ছিনতাই এবং সাধারণ মানুষকে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ এনে এ মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য মসিউর রহমান রাঁঙ্গা, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। এ ছাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। মামলাটিতে অজ্ঞাতপরিচয় আসামি আছেন ২৫০-২৬০ জন।

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২