গাইবান্ধার পলাশবাড়ীতে কোটি টাকার মূল্যের বিরল প্রজাতির ৬টি তক্ষক (টক্কর সাপ) উদ্ধার করেছে র্যাব-১৩ গাইবান্ধার ক্যাম্পের সদস্যরা। গতকাল বুধবার রাতে উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রাম থেকে তক্ষকগুলো উদ্ধারসহ ও চারজনকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৩ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বিশ্রামগাছী গ্রামের শাহজাহান আলী (৪০), ওসমান গণি (৪০), জাকির হোসেন (২৬) ও সাহাবুল মিয়া (৩৫)।
তিনি আরও জানান, জব্দকৃত ৬টি তক্ষকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা আজকের পত্রিকাকে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।