হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে কোটি টাকা মূল্যের ছয় তক্ষক উদ্ধার, আটক ৪

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে কোটি টাকার মূল্যের বিরল প্রজাতির ৬টি তক্ষক (টক্কর সাপ) উদ্ধার করেছে র্যাব-১৩ গাইবান্ধার ক্যাম্পের সদস্যরা। গতকাল বুধবার রাতে উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রাম থেকে তক্ষকগুলো উদ্ধারসহ ও চারজনকে আটক করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১৩ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বিশ্রামগাছী গ্রামের শাহজাহান আলী (৪০), ওসমান গণি (৪০), জাকির হোসেন (২৬) ও সাহাবুল মিয়া (৩৫)। 

আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে জানান, অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে প্রচারক চক্রটি তক্ষকগুলো সংগ্রহ করেছিল। প্রতিটি তক্ষক কোটি টাকা দরে একাধিক ক্রেতার সঙ্গে তাঁদের দর কষাকষি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে বুধবার রাতে বিশ্রামগাছী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিরল প্রজাতির ৬টি তক্ষক জব্দ করা হয়। এ সময় চারজনকেআটক করা হয়। 

তিনি আরও জানান, জব্দকৃত ৬টি তক্ষকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। 

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা আজকের পত্রিকাকে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ