হোম > সারা দেশ > নীলফামারী

কলেজে ভর্তির টাকা না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য টাকা পেতে দেরি হওয়ায় নীলফামারীর সৈয়দপুরে রিশাদ আলম রিফাত (১৭) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ শনিবার বেলা তিনটার দিকে শহরের মুন্সিপাড়া এলাকার নিজ বাড়িতে এ ঘটায় সে। নিহত রিশাদ ওই এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী বলছেন, মৃত রিশাদ কিছুটা রাগী স্বভাবের। গত কয়েক দিন আগে সে পরিবারের কাউকে না জানিয়ে প্রেম করে বিয়ে করেছে। এ নিয়ে পরিবার ও তার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কলহ চলছিল। এদিকে রিশাদ এবারে এসএসসি পাস করে স্থানীয় এক শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পায়। ঘটনার দিন সে তার বাবার কাছ থেকে ভর্তির টাকা চায়। টাকা পেতে দেরি হওয়ায় রিশাদ তার নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ফেলেন পরিবারের লোকজন। এ সময় তাকে গলায় গামছা পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠান। রমেকের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটিনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্য ও পৌর ওয়ার্ড কাউন্সিলরের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’ 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ