হোম > সারা দেশ > গাইবান্ধা

বাড়ি থেকে বের হওয়ার পরদিন মিলল বৃদ্ধের গলাকাটা লাশ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সুরত আলী প্রামাণিক (৬০)। আজ শনিবার সকাল ১০টার দিকে সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন ঘাঘট নদের বাঁধের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরত আলী উপজেলার কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষ্মীপুর গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে।

নিহত সুরত আলীর ছেলে রফিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে সাদুল্লাপুর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন তাঁর বাবা। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। গতকাল রাতেই পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ-খবর করে তাঁর কোনো সন্ধান পাননি। পরে আজ সকালে এলাকাবাসী জানান তাঁর বাবার গলাকাটা লাশ পড়ে আছে। পূর্বশত্রুতার জেরে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এনায়েত কবির জানান, সকালে রাস্তার পাশে সুরত আলীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ