হোম > সারা দেশ > গাইবান্ধা

সন্তানদের নিয়ে স্ত্রী চলে যাওয়ার ২ মাস পর রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নজরুল ইসলাম (৩৫) নামের এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। সংসার ছেড়ে স্ত্রী বাবার বাড়িতে যাওয়ায় অভিমানে নজরুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে। 

স্বজনেরা জানায়, নজরুল ইসলাম পেশায় একজন রিকশা চালক। রিকশা চালিয়ে স্ত্রী-সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করতেন। সংসারে নানা অভাব-অনটনের কারণে প্রায় দুই মাস আগে স্ত্রী বিজলী বেগম দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে মানসিক পীড়ায় ছিলেন নজরুল ইসলাম। এরই অভিমানে রোববার ইফতারির আগে সবার অজান্তে নিজ শয়ন কক্ষে ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাইদুল ইসলাম বলেন, ‘নজরুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে ঝগড়া-বিবাদ করে সংসার ছেড়ে তাঁর স্ত্রীর বাবার বাড়িতে চলে যান। আর এই অভিমানে নজরুল ইসলাম আত্মহত্যা করছে বলে ধারণা করা হচ্ছে।’ 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান আজ রাত ৯টার দিকে দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ও পরিবারের লোকজন থানায় অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার