হোম > সারা দেশ > গাইবান্ধা

সন্তানদের নিয়ে স্ত্রী চলে যাওয়ার ২ মাস পর রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নজরুল ইসলাম (৩৫) নামের এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। সংসার ছেড়ে স্ত্রী বাবার বাড়িতে যাওয়ায় অভিমানে নজরুল ইসলাম আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

আজ রোববার সন্ধ্যার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আঙ্গুর মিয়ার ছেলে। 

স্বজনেরা জানায়, নজরুল ইসলাম পেশায় একজন রিকশা চালক। রিকশা চালিয়ে স্ত্রী-সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করতেন। সংসারে নানা অভাব-অনটনের কারণে প্রায় দুই মাস আগে স্ত্রী বিজলী বেগম দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে মানসিক পীড়ায় ছিলেন নজরুল ইসলাম। এরই অভিমানে রোববার ইফতারির আগে সবার অজান্তে নিজ শয়ন কক্ষে ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাইদুল ইসলাম বলেন, ‘নজরুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে ঝগড়া-বিবাদ করে সংসার ছেড়ে তাঁর স্ত্রীর বাবার বাড়িতে চলে যান। আর এই অভিমানে নজরুল ইসলাম আত্মহত্যা করছে বলে ধারণা করা হচ্ছে।’ 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান আজ রাত ৯টার দিকে দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ও পরিবারের লোকজন থানায় অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ