রংপুরের কাউনিয়ায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মাহতাবুর রহমান সরকার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন মাহিগঞ্জ থানার ওসি রোকনুজ্জামান।
নিহত ব্যক্তি কুড়িগ্রামের উলিপুর উপজেলার সরকারপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক সরকারের ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নিহত ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে রংপুর শহর থেকে নিজ বাড়ি যাচ্ছিলেন। এ সময় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যান।
এ বিষয়ে ওসি বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ট্রাক চালককে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পলাতক ট্রাক চালকের নাম ঠিকানা পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।