হোম > সারা দেশ > রংপুর

মিঠাপুকুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুর থেকে মীশরাত জাহান মিম (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী সাজ্জাদ পারভেজ (২৬)। এ ঘটনায় হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেছেন গৃহবধূর বাবা।

আজ রোববার বালুয়ামাসিমপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবার বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। 

মিম ওই গ্রামের মোহসীন হাফিজ বাহাদুরের একমাত্র মেয়ে। স্বামী সাজ্জাদ পারভেজ ও সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন তিনি।

পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে একই উপজেলার হযরতপুর গ্রামের আব্দুস সালাম মুন্সির ছেলে সাজ্জাদ পারভেজের সঙ্গে মিমের বিয়ে হয়। তাঁদের ঘরে একটি ছেলেসন্তান রয়েছে। বেশ কিছুদিন আগে থেকে অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সাজ্জাদ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাজ্জাদ স্ত্রী মিমের ওপর নির্যাতন শুরু করেন। বিষয়টি জানতে পেরে মেয়ে ও জামাতাকে নিজ বাড়িতে ঘর নির্মাণ করে সেখানেই বসবাসের ব্যবস্থা করে দেন মিমের বাবা। 

আজ গলায় ফাঁস লাগানো অবস্থায় মিমের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

মিমের বাবা মোহসীন হাফিজ বাহাদুর জানান, জামাতা সাজ্জাদ তাঁর মেয়েকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। এ ঘটনায় সাজ্জাদকে আসামি করে থানায় মামলা করেছেন তিনি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিমের বাবা মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ